বড়সড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শীঘ্রই ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে সরকার। জুলাই থেকেই ডিএ বাড়ানো হতে পারে বলে খবর। সূত্র মারফৎ জানা গিয়েছে, কেন্দ্রীয় কর্মীদের ডিএ ও ডিআর (মহার্ঘ ত্রাণ) ৫৮ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। অগাস্টেই যার ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। যার জেরে বিরাট স্বস্তি পেতে পারেন সরকারি কর্মীরা।